ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর বিভাগের শাহআলী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এই অভিযানে ৪০০ পিস ইয়াবা, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ।
৩০ জুলাই’ ২০১৮ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের শাহআলী থানার গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি’র মাদকবিরোধী এ অভিযানে মিরপুর বিভাগ এবং গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।