ডিএমপি নিউজঃ রাজধানীর শাহআলী এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল ওরফে দাঁত ভাঙ্গা সোহেল ও মোঃ মিরাজ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর, ২০২১) রাত ০৮:২০ টায় শাহআলী থানার জি ব্লক ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার থানার হোন্ডা মোবাইল টিম রাত্রীকালীন ডিউটির সময় আদর্শ টাওয়ারের সামনে অবস্থান করছিল। রাত ০৮:১০ টার দিকে সংবাদ পায় যে, শাহআলী থানার জি ব্লক ঈদগাহ মাঠের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সোহেল ও মিরাজ নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮৫ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে পূর্বেও মিরপুর মডেল থানা ও শাহআলী থানায় একাধিক মামলা রুজু হয়েছে এবং মিরাজের বিরুদ্ধে শাহআলী থানায় মাদক মামলা রুজু আছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।