ডিএমপি নিউজ: রাজধানী শাহআলী থানা এলাকা হতে শিশু সাহাদাত হোসেন (৩) কে অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-মোছাঃ রাশিদা (৩০) ও ফাতেমা (২৫)।.
বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২০) দিবাগত রাত ৮ টায় সাভার থানার ছায়াবিধী সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম সাহাদাতকে উদ্ধারসহ অপহরণকারী রাশিদাকে গ্রেফতার করে মিরপুর জোনাল টিম। রাশিদার দেয়া তথ্য মতে শাহআলী মাজার এলাকা থেকে তার সহযোগী ফাতেমাকেও গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল করিম ডিএমপি নিউজকে জানান, ভিকটিম সাহাদাতের মা অন্যের বাসায় কাজ করেন। গত ৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ ১২.৩০টায় সাহাদাতকে বাসায় রেখে কাজে যান। বিকাল ৫.৩০ টায় বাসায় ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে জানতে পারেন একজন মহিলা শাহআলী মাজারের মহিলা জিয়ারতি গেইটের কাছ থেকে তাকে নিয়ে গেছে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর, ২০২০ শাহআলী থানায় অপহরণ মামলা রুজু হয়।
তিনি আরোও বলেন, থানা পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্ত করে গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে সাভার থানার ছায়াবিধী সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ রাশিদাকে গ্রেফতার করে মিরপুর জোনাল টিম। গ্রেফতারকৃত রাশিদার দেয়া তথ্যমতে ফাতেমাকে শাহআলী মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত রাশিদা গত ৫ সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪ টায় শাহআলী মাজারে যায়। গ্রেফতারকৃত রাশিদা, ফাতেমা ও তাদের অপর এক পলাতক সহযোগির সহায়তায় ভিকটিম সাহাদাতকে অপহরণ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাশিদা ফাতেমা ও তার সহযোগীকে ১০ হাজার টাকা প্রদান করে।
তিনি আরোও বলেন, থানার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত রাশিদার বিরুদ্ধের ২০১৯ সালে একটি শিশুকে অপহরন করেছিল। উক্ত ঘটনায় শাহআলী থানায় মামলা রুজু হয়ে ছিল।