ডিএমপি নিউজ: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সুমি খাতুন। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোড এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সুমি খাতুনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত সুমি খাতুন দেশের সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
শাহজাহানপুর থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।