ডিএমপি নিউজ : আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গাঁজাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম জেসমিন (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ডিএমপি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি জানান, জেসমিন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ভাসমান অবস্থায় থেকে মাদক ব্যবসা করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।