ডিএমপি নিউজ : রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোসা: নাসরিন। আজ সোমবার ( ৩০ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে অভিযান চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাসরিন দীর্ঘ দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।