ডিএমপি নিউজ : রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মহসিন, শাওন চৌধুরী ও মুন্নি আকতার।
শনিবার (৪ মার্চ ২০২৩) বিকাল ৫:৪০টায় শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ডিএমপি নিউজকে জানান, ৩ জন মাদক কারবারি প্রাইভেটকারযোগে শাহবাগ থানার সরকারি কর্মচারী হাসপাতাল এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টা করলে মহসিন, শাওন ও মুন্নিকে গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেটকারটি তল্লাশি করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।