ডিএমপি নিউজ : রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৭০ কেজি গাঁজা, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোহেল রানা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহিদ হাসান, বলরাম সাহা ও মোঃ তারেক রহমান।
গত বুধবার রাত ৮টায় শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে শাহবাগ থানা এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাইভেটকার তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের আশপাশের এলাকায় বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।