‘কসৌটি জিন্দগি কি টু’ আবার আসছে। একতা কাপুরের সেই আইকনিক মেগা সিরিয়াল নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই একতা কাপুরের সিরিয়াল ‘কসৌটি জিন্দগি কি’-র সম্প্রচার শুরু হবে বলে খবর। আর এই সিনেমার জনপ্রিয়তা বাড়াতে আসছেন শাহরুখ খান। কিন্তু, প্রতি মিনিট ভিডিওর জন্য কিং খান কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?
বি টাউনের খবর, এক এক মিনিটের ভিডিওর জন্য ১.১১ লক্ষ করে পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান। একতা কাপুরের সঙ্গে একটি ভিডিওর জন্য ৫ কোটি এবং পরে আরও ৩টি অতিরিক্ত ভিডিওর জন্য ১ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন বলিউড বাদশা।
জানা যাচ্ছে, কসৌটির প্রমোশনের জন্য শাহরুখ ৭২০ মিনিটের ভিডিও শুট করেছেন। ওই ৭২০ মিনিটের ভিডিওর জন্য প্রতি মিনিটে ১.১১ লক্ষ করে পারিশ্রমিক নিচ্ছেন বাদশা খান।
এই ভিডিওতে একতা কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে শাহরুখ খান-কে। কসৌটির সিক্যুয়েলে কী থাকছে, তা নিয়ে একতাকে প্রশ্ন করেন শাহরুখ। যার উত্তরে একতা জানান, ভালবাসার মানুষের কাছে থাকা, কখনও তাঁর কাছ থেকে দূরে সরে যাওয়া আবার দূরে সরে গিয়ে একে অপরকে ভাল রাখার জন্য বাঁচা, এই নিয়েই কসৌটির সিক্যুয়েলের গল্প। যা শুনে একতার ভালবাসার মানুষ কে বলে প্রশ্ন করেন শাহরুখ। যেখানে একতা কোনও উত্তর দেননি। পাশাপাশি শাহরুখকে ‘আই লাভ ইউ’-ও বলে ফেলেন একতা।