ডিএমপি নিউজঃ রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতের নাম মোঃ আব্দুর রহিম। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর।
তাকে শনিবার (৫ মার্চ ২০২২) রাত ০১:১৫ টায় শাহআলী থানার দিয়াবাড়ী উদয়ন মৎস আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ গ্রেফতার করে ডিএমপির শাহ আলী থানা পুলিশ।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে থাকা একটি টিম সংবাদ পায় যে, দিয়াবাড়ী উদয়ন মৎস আড়ৎ এর সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর সময় রহিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা। তার নিকট থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা।
শাহ আলী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।