প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘শিক্ষার মূলভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা’ । আজ দুপুরে ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার এমডিজির যে লক্ষ্য ছিল তা আমরা অর্জন করতে পেরেছি। শতভাগ শিশুকে আমরা বিদ্যালয়ে আনতে পেরেছি।
এসময় মন্ত্রী আরো বলেন, শিক্ষা একটি অধিকার, এটি সবার জন্য, এ অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেনহর প্রমুখ।