সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে অপরাজিত হয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১১ অক্টোবর (বৃহস্পতিবার) গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছিলেন। এবার তিনি মেয়েদের কাছে ডেকে তাদের সংবর্ধনা জানিয়ে উৎসাহিত করবেন।
এর আগে গত বছর ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন মেয়েদেরও সংবর্ধনা ও পুরস্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আর ০৭ অক্টোবর (রবিবার) ফাইনালে তারা ১-০ গোলে নেপালকে হারিয়ে সাফের প্রথম আসরের শিরোপা জেতে।