ডিএমপি নিউজঃ গত ৫ এপ্রিল’১৮ইং তারিখ রাজধানীর কুনিপাড়া আজম বক্স জামে মসজিদের সামনে অবিভাবক বিহীন ঘোরাফেরা করা অবস্থায় একটি শিশুকে কুঁড়িয়ে পেয়ে পুলিশের নিকট দিয়েছেন জনৈক/মোঃনুরনবী (৫০) । থানা পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে নিম্নোক্ত ঠিকানা প্রকাশ করে এবং ঢাকায় কোন নিকট আত্মীয় স্বজন না থাকায় নিরাপদ হেফাজতের জন্য শিশুটিকে বর্তমানে তেজগাঁস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
কুঁড়িয়ে পাওয়া শিশুটির নাম নাম- শাহিন (১৩), পিতা-আবুল খায়ের, মাতা-নাজমুন্নাহার, সাং-রমারখিল হাজীবাড়ী, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর। তার গায়ের রং- শ্যাম বর্ণ, উচ্চতাঃ ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ে বিস্কুট রংয়ের কামিজ , খয়েরী রংয়ের সেলোয়ার ও মিষ্টি রংয়ের ওড়না পড়া।
উক্ত শিশুটির অভিভাবকদের কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫)।