ডিএমপি নিউজ: অক্সফোর্ড–আস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড–১৯ টিকা শিশুদের উপর কতটা কার্যকরী তার পরীক্ষা শুরু করতে যাচ্ছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়টি৷ ছয় থেকে ১৭ বছরের শিশুদের উপর এই পরীক্ষা চালানো হবে৷ শিশুদের উপর করোনার কোনো টিকার প্রভাব খতিয়ে দেখতে এটিই প্রথম পরীক্ষার উদ্যোগ৷ শনিবার দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ড তাদের পরিকল্পনাটির কথা ঘোষণা করে৷
গবেষকরা জানিয়েছেন, অল্প বয়সিদের জন্য টিকাটি কতটা নিরাপদ ও রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া কেমন হয়, সেটি তারা দেখতে চান৷ ছয় থেকে ১৭ বছরের মোট ৩০০ শিশুর দেহে এই পরীক্ষা চালানো হবে৷ এর মধ্যে ২৪০ জনকে কোভিড–১৯ টিকা দেয়া হবে৷ বাকিদের মেনিনজাইটিসের নিয়ন্ত্রিত একটি টিকা দেয়া হবে৷ এই পরীক্ষা চলতি মাসেই শুরু হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি৷
এর মাধ্যমে সামনের দিনে শিশুরাও করোনা টিকার সুফল পেতে পারে বলে মনে করছেন অক্সফোর্ডে টিকা ট্রায়ালের প্রধান গবেষক এন্ড্রু পোলার্ড৷ কোভিড–১৯ এ আক্রান্ত হয়ে শিশুদেরও মৃত্যু কিংবা গুরুতর অসুস্থ হওয়ার শঙ্কা থাকলেও এমন ঘটনা বিরল বলে উল্লেখ করেছে ব্রিটিশ রয়্যাল কলজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ৷
এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ অক্সফোর্ড–আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে৷ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বতর্মানে টিকাটি প্রয়োগ চলছে৷ যদিও তা শুধু ১৮ বছরের বেশি বয়সিরাই নিতে পারছেন৷ সূত্র: ডয়েচে ভেলে