শিশুদের সঙ্গ দিতে এবার বাজারে এলো সঙ্গী রোবট। ভারতের মুম্বাইয়ের ইমোটিক্স নামের একটি সংস্থা রোবটটির নির্মাতা।এ রোবটের কাজ হচ্ছে শিশুদের সঙ্গ দেওয়া। তাদের কথামতো কাজ করা। বলতে পারেন বাবা-মা, দাদা-দাদীর পরিবর্তে এই রোবটই তাদের সঙ্গ দেবে।
রোবটটির নাম মিকো (Miko) । সংস্থাটির দাবি এ রোবট শিশুদের সঙ্গী। শিশুদের সঙ্গে কথা বলা, গল্প করা, খেলা করার পাশাপাশি প্রয়োজনে নাচতেও জানে মিকো। সাধারণ জ্ঞান বা অঙ্কের প্রশ্নের উত্তরও দিতে পারবে সে। তবে কমপক্ষে ৫ বছরের শিশুর সঙ্গেই মিকোকে ছাড়া যাবে, তার নীচে নয়। এবং অধিকাংশ ফিচার অফলাইনে মিললেও, প্রশ্নের উত্তের ক্ষেত্রে মিকোর ইন্টারনেট প্রয়োজন।
সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এর মূল্য ধরা হয়েছে ২০ হাজার টাকা। মিকোর ভিতরে অনেকগুলি রঙের LED থাকায়, শিশুদের মজা দিতে রং বদলাবে মিকো।
ইমোটিক্স আরও জানায়, তারা এ নিয়ে ২ বছরেরও বেশি সময় কাজ করেছে। আগামী ফেব্রুয়ারিতে ভারতের বাজারে উন্মোচন করা হবে এই রোবটকে। ইতোমধ্যেই ফ্লিপকার্ট ও অ্যামজনের অনলাইন শপিং সাইটগুলো তা বিক্রির প্রচারণ শুরু করেছে।