ডিএমপি নিউজঃ ছবিতে প্রদর্শিত ব্যক্তিদ্বয় শিশু অপহরণ মামলার সন্দেহভাজন আসামী। তার পরিচয় খুঁজছে পুলিশ।
গত ১০ জুন ২০২২ ভোর ৪:৩০টায় অপহৃত কন্যা শিশু হালিমা (১৮ মাস)কে নিয়ে তার পিতা মোঃ সুমন ও মাতাঃ আসমা নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডস্থ সাহেরা ট্রপিক্যাল সেন্টারের সামনে সিঁড়িতে ঘুমিয়ে থাকে। পিতা-মাতা ঘুম থেকে উঠে দেখে তাদের কন্যা শিশু তাদের পাশে নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।
এ সংক্রান্তে শিশু হালিমার পিতার অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় গত ১১ জুন ২০২২ একটি মামলা রুজু হয়। মামলা তদন্তকালে পুলিশ উক্ত স্থানে থাকা সিসিটিভিতে ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজে দেখা যায় যে, দুইজন অজ্ঞাত ব্যক্তি শিশু হালিমাকে কোলে করে সিনজিযোগে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশু উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তিদ্বয়ের সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তিদ্বয়ের সন্ধান জেনে থাকেন তাহলে গোয়েন্দা রমনা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (০১৩২০-০৪৫৭৬৩) ও তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) (০১৭২৫-৯৯৩৩৫৪) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।