ডিএমপি নিউজঃ কথিত শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও ফেইসবুকে তার বক্তব্য শেয়ারকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
গত ৭ এপ্রিল,২০২১(বুধবার) মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা রুজু হয়।
সম্প্রতি রফিকুল ইসলাম এর উস্কানিমূলক বক্তব্য ফেসবুক এবং অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব এ ভাইরাল হয়। তার বক্তব্যে কচুর প্রধানমন্ত্রী মানি না, আমি রাষ্ট্রপ্রতি মানি না, আমাকে জেলে নিবা, কিসের প্রশাসনের অর্ডার আমি মানি না, আমাকে ফাসিঁ দিবা, রিমান্ডে দিবা, ও বদমাইশের দল, আজকে এই দেশের সিস্টেম, এই দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সব কিছুতেই পাপ, দুর্নীতি ভরে গেছে মর্মে উল্লেখ করেন।
এছাড়াও বাংলাদেশের বিচারব্যবস্থার উপরও অসন্তোষ প্রকাশ করে বক্তব্য প্রদান করে রফিকুল। “ আজকের হরতাল সফল করব, আমাদের হরতালে বাঁধা দিলে দাঁত ভাংগা জবাব দিব”এবং এই ভিডিওতে তাকে রাস্তাঘাট অবরোধ করাসহ বিভিন্ন উগ্রবাদী ও উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। এ সকল আক্রমনাত্মক, মিথ্যা, উস্কানিমূলক, রাষ্ট্র বিরোধী বক্তব্য সমূহ সৈয়দ আদনান এর নজরে আসলে মতিঝিল থানায় অভিযোগ প্রদান করেন। সৈয়দ আদনানের অভিযোগের প্রেক্ষিতে এ মামলা রুজু হয়।
মামলার তদন্ত অব্যাহত আছে।