ডিএমপি নিউজ: মাহিম ওরফে মহিম নামের ৬ বছরের একটি শিশু পাওয়া গেছে। রবিবার (১৭ নভেম্বর ২০২৪) সকালে গুলশানে ল্যাভেন্ডার সুপার শপের সামনে নিরাপত্তাহীন অবস্থায় মাহিমকে দেখতে পেয়ে পথচারীরা গুলশান থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম মাহিম, পিতার নাম মোকলেস ও মাতার নাম পারভিন ছাড়া আর কিছুই বলতে পারে না। পরে গুলশান থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। বর্তমানে তেজগাঁওয়ে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এ সংক্রান্তে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-১২১৯, তারিখ-১৮/১১/২০২৪।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মাহিমের পরিবারের সন্ধান জেনে থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নাম্বারে ০২-৪১০২৪৮৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।