ডিএমপি নিউজঃ উত্তুরের ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি এই দুয়ে মিলে শীত যেন জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।
শীতের এই তীব্রতাই অসহায় ও দুঃস্থ মানুষের সামান্য উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
আজ (৩ জানুয়ারি, ২০২০) শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে সাজ্জাদুর রহমান বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সকলকে আহবান জানান। যেকোন অপরাধমূলক কর্মকান্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন উপ-পুলিশ কমিশনার।
রমনার নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাহেদ মিয়া ডিএমপি নিউজকে বলেন, ক্রাইম ওয়ার্কের পাশা-পাশি মানবিক মূল্যবোধ থেকে ৪৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।