ডিএমপি নিউজঃ উত্তরের হিমেল হাওয়ায় হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় শীত যেন আরো শক্তি নিয়ে জেঁকে ধরেছিল সবাইকে। উত্তরের ঠাণ্ডা বাতাসে নাকাল ছিল জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু ছিল নিম্ন আয়ের মানুষ।
শীতের এই তীব্রতাই অসহায় ও দুঃস্থ মানুষের সামান্য উষ্ণতা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।
বেশ কিছু দিন ধরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত শৈতপ্রবাহে রাজধানীর অসহায় মানুষের মাঝে উষ্ণতার উপহার নিয়ে শীতবস্ত্র ধারবাহিকভাবে বিতরণ করে চলছিলেন ডিএমপি কমিশনার। ডিএমপি’র ৮ টি ক্রাইম বিভাগ রমনা, লালবাগ, গুলশান, উত্তরা, তেজগাঁও, মিরপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগগুলোর থানা এলাকার দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রায় ১২ হাজার কম্বল ও বাচ্চাদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন কমিশনার।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে কমিশনার বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়ানো চেষ্টা করি। ঈদে ও শীতে আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। প্রচন্ড এই শীতে সাধারণ অসহায় মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে। যা আমাদেরকে ব্যথিত করে। মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়ায়। তাহলে মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকে না।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সকলকে আহবান জানান তিনি। যেকোন অপরাধমূলক কর্মকান্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য বলেন ডিএমপি কমিশনার।