অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস২০১৭ সালে রেকর্ড ৩৯ বিলিয়ন ডলার সম্পদ বানিয়েছেন ।
এক বছরে অনেকটা নাটকীয় উত্থানই হয়েছে, শেয়ারবাজারের কল্যাণে ২০১৭ সালে রেকর্ড ৩৯ বিলিয়ন ডলার সম্পদ বানিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। আর সেই সুবাদেই ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের তালিকায় তিনি বিশ্বের শীর্ষ ধনীর মুকুট পেয়েছেন। এ বছর তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলার। অন্যদিকে গত বছর শীর্ষে থাকা বিল গেটসের সম্পদ ৯০ বিলিয়ন ডলার। ফলে এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে টানা কয়েক বছর শীর্ষ ধনী হওয়া বিল গেটসকে।
গত মঙ্গলবার প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের এ তালিকায় রেকর্ড ২ হাজার ২০৮ জন বিলিয়নেয়ারকে তুলে আনা হয়েছে ৭২ দেশ থেকে। যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯.১ ট্রিলিয়ন ডলার। গত বছরের চেয়ে তাদের সম্পদ বেড়েছে ১৮ শতাংশ। তাদের গড় সম্পদের পরিমাণ ৪.১ বিলিয়ন ডলার।
বরাবরের মতো এবারের তালিকায়ও এগিয়ে রয়েছে আমেরিকা রেকর্ড ৫৮৫ বিলিয়নেয়ার নিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনে বিলিয়নেয়ার রয়েছে ৩৭৩ জন।
এবারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট, তাঁর সম্পদ ৮৪ বিরিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বার্নার্ড আরনল্ড, তাঁর সম্পদ ৭২ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে মার্ক জাকারবার্গ, তাঁর সম্পদ ৭১ বিলিয়ন ডলার। ৭০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যামেনচিও ওর্তেগা, সপ্তম স্থানে থাকা কার্লোস স্লিম হেলুর সম্পদ ৬৭.১ বিলিয়ন ডলার, অস্টম স্থানে রয়েছেন চার্লস কোচ, তাঁর সম্পদ ৬০ বিলিয়ন ডলার। নবম স্থানে ডেভিড কোচ, তাঁর সম্পদ ৬০ বিলিয়ন ডলার এবং দশম স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তাঁর সম্পদ ৫৮.৫ বিলিয়ন ডলার। এ বছর বিলিয়নেয়ারদের মধ্যে নতুন যোগ হয়েছেন ২৫৯ জন।
এদিকে ভারতের ধনকুবেরদের তালিকায় এবারও শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। বিশ্ব তালিকায় তিনি উঠে এসেছেন ১৯ নম্বরে। গত বছর তিনি ছিলেন ৩৩তম স্থানে। মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার। এই তালিকায় নাম রয়েছে ১২১ জন ভারতীয়র। ধনী ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আজিম প্রেমজি। এ বছর তিনি ৫৮তম হয়েছেন। ভারতীয় হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তাল, তাঁর অবস্থান ৬২তম।
এ ছাড়া চীনের জ্যাক মা এবারের তালিকায় ২০তম হয়েছেন। এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন মা হুয়াতেং। চীনা এ ধনকুবেরের সম্পদের পরিমাণ ৪৫.৩ বিলিয়ন ডলার। তালিকায় তিনি ১৭তম স্থানে রয়েছেন।