ডিএমপি নিউজ: রাজধানীর সবুজবাগ এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী মোঃ নয়ন আহম্মেদ ওরফে রমজানসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। গ্রেফতারকৃত অপর দুইজন হলো-মোঃ আতাউর রহমান ওরফে রাহাত ও মোঃ শামীম।
গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে জানান, ৬ জানুয়ারি (বুধবার) গোপন তথ্যের ভিত্তিতে সবুজবাগ থানার বৌদ্ধ মন্দিরের সামনে চেক পোষ্ট বসানো হয়। চেক পোষ্ট ডিউটি করাকালে রাত ৮.৫০টায় দুটি দ্রুতগামী মোটরসাইকেল থামার জন্য সিগন্যাল দেয়া হয়। সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নয়ন আহম্মেদ ওরফে রমজান একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টির অধিক খুন ও অস্ত্র আইনে মামলা রয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে।