ডিএমপি নিউজঃ সপ্তাহের কর্মব্যস্ত অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে ঢাকা মহানগরীতে রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা থাকে। তারপরেও অনেকেই গন্তব্যে একটু আগে পৌঁছাতে অনিচ্ছাকৃত ভাঙচ্ছেন ট্রাফিক আইন। যাচ্ছেন উল্টোপথে। শুক্রবারে উল্টোপথে গাড়ি চালিয়ে মামলা হয়েছে ১৯৮ টি গাড়ির।
এছাড়া হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার জন্য ৫৭টি গাড়ি, হুটার বা বিকনলাইট ব্যবহারের দায়ে ৪টি গাড়ি, মাইক্রোবাসে কালোগ্লাস লাগানোর জন্য ১১ টি গাড়ি ও গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৩৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া ৫৫টি মোটরবাইক আটকসহ ১০১১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করেছে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
২৯ জুন ২০১৮ শুক্রবার সকাল হতে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গকারী এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।