চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস হানা দেয় বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চলে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনা ছড়িয়ে পড়ার পর মৃত্যুপুরীতে রুপ নেয় ইতালি। তবে সম্প্রতি কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। গেল শুক্রবার সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে।
করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ৪২০ জন মারা গেছে ইতালিতে। যা মার্চের ১৯ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বনিম্ন। একদিন আগে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৪৬৪। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৯ যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯৯৪। ইতালিতে শুক্রবারে নতুন করে ২ হাজার ১৭৩ জন মানুষকে ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪।