ঢাকার গুলশানের ইমানুয়েলস্ কনভেনশন সেন্টার (নিউ হল) – এ অনুষ্ঠিত হলো চ্যানেল আই প্রেজেন্টস্ লাক্স সুপার স্টার এর অডিশন রাউন্ড। গত ৫ ফেব্রুয়ারি ২০১৮তে শুরু হওয়া এই অডিশন রাউন্ডের মাধ্যমেই যাত্রা শুরু করলো লাক্স সুপার স্টারের এবারের মূল কার্যক্রম।
দেশের বিভিন্ন প্রান্তের ১২০০০জন অংশগ্রহণকারীদের মধ্য থেকে শর্ট লিস্টেট ২৫০জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এই অডিশন রাউন্ড। ২৫০ জন প্রতিযোগীকে ৩ টি জাজেস্ প্যানেল এর মুখোমুখি হতে হয়। ২৫০জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত ৬০জন প্রতিযোগী ৬ ফেব্রুয়ারি প্রধান বিচারকদের সম্মুখীন হবেন।
প্রধান বিচারকদের প্যানেলে নির্বাচিতদের নিয়ে শুরু হবে বুট ক্যাম্প। লাক্স সুপার স্টার এর এবারের আয়োজনে প্রধান বিচারকের আসনে উপস্থিত থাকবেন আরিফিন শুভ, সাদিয়া ইসলাম মৌ এবং তাহসান খান।