প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের লিখিত পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
১১টি উপজাতি কোটাসহ মোট ৮৪১ আসনের (নিয়মিত আসন ৮৩০টি) বিপরীতে ৮ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এ ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।