ডিএমপি নিউজঃ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও এ্যাডটাচ স্পোর্টস এন্ড লাইভ ইভেন্ট এর পৃষ্ঠপোষকতায় কাবাডি স্টেডিয়ামে আজ থেকে শুরু হল ১৯ তম ১ম বিভাগ কাবাডি লীগ।
৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। জানা যায়, কাবাডি খেলা ধারাবাহিকভাবে ১ম বিভাগ, প্রিমিয়ার লীগ, আইজিপি কাপ, স্বাধীনতা কাপ এভাবে সারা বছর খেলাটি চলমান থাকবে। এই টুর্নামেন্টে দুই গ্রুপে মোট ১২ টি দল খেলবে।
সান সাইন স্পোটিং ক্লাব বনাম স্টার স্পোর্টস এর মধ্যকার খেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুর হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম, পিপিএম এবং বন্দর স্টীল এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- খেলা একটি আর্ট বা শিল্প। শিল্পী বিকশিত হলে শিল্পও বিকশিত হবে। আপনার জন্ম শুধু আপনার জন্য নয়। এমন কাজ করবেন যাতে করে আপনার জন্য দেশ, জাতি, আপনার পরিবার, জন্মস্থান গর্বিত হয়। কাবাডি খেলাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আইজিপি মহোদয়ের সভাপতিত্বে একটি শক্ত ও কার্যকারি কমিটি করা হয়েছে। আগামীতে কাবাডির জন্য আমরা প্রনোদনা দিবো। আপনাদের সব সুযোগ সুবিধা রাষ্ট্র দিবে। আপনারা ভালো খেলোয়াড় হয়ে রাষ্ট্রের জন্য সম্মান বয়ে আনুন এই প্রত্যাশাই করছি।
প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ১৯ তম ১ম বিভাগ কাবাডি লীগ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।