স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছে। সারাদেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে, সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা এসডিজি এর অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শনিবার হবিগঞ্জের বাহুবলে পুটিজুরী ইউনিয়নের হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মো. আবু জাহির, মো: আব্দুল মুনিম চৌধুরী ,আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী-সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সংসদ সদস্যদের জন্য এসডিজি সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশনিতে তিনি শুক্রবার বাহুবলে পৌছান। শনিবার আকস্মিক তিনি হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগে স্বাস্থ্যসেবা নিতে জনগণকে বিশেষ করে নারী ও শিশুদের দূরবর্তী হাসপাতালে যেতে হতো। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হয়েছে। ফলশ্রুতিতে দেশে স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন, কমেছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার। স্পিকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।