শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। বোলার ছিলেন হাসান, দিলেন মাত্র ৫ রান। আরে এই ৪ রানের জয়েই শেষ পর্যন্ত সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
গতকাল রবিবার চেমর্সফোডে অনুষ্ঠিত সিরিজের ৩য় ওয়ানডে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস থামে ২৭০ রানে। এ জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল বাংলাদেশ। সিরিজের ১ম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।