দ্বাদশ বিশ্বকাপের শেষ ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা। ভারতের বিপক্ষে হেরে আগেই সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে মাশরাফি বাহিনীর। অন্যদিকে পাকিস্তানকে অসম্ভব সম্ভব করতে হবে সেমি ফাইনালে যেতে হলে। পাকিস্তানকে প্রথমে ব্যাট করে ৪০০ রান তুলতে হবে। তারপর বাংলাদেশকে ৮৪ রানের মধ্যে অলআউট করতে হবে। তবেই জয়ের ব্যবধান দাঁড়াবে ৩১৬, ঠিক যত হলে নিউজিল্যান্ডের বদলে পাকিস্তান চলে যাবে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত বড় ব্যবধানে আজ পর্যন্ত কেউ জেতেনি, বিশ্বকাপ তো দূরের কথা।
যদিও বিশ্বকাপে শুরুটা খুব খারাপ হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। এমনকি পরের দিকে তাদের খেলা দেখে অনেকেরই মনে পড়ছিল ১৯৯২ বিশ্বকাপের কথা। শুরুতে বিপর্যস্ত হয়েও ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সেবার শুধু ঘুরেই দাঁড়ায়নি, একেবারে চ্যাম্পিয়ন হয়ে তবেই থেমেছিল। কিন্তু ২৭ বছর আগের সেই স্বপ্নের প্রত্যাবর্তন খুব সম্ভবত এবার আর হচ্ছে না সরফরাজ আহমেদের দলের।
অন্যদিকে বাংলাদেশ দারুণ চমকে দিয়েছে সবাইকে। অলরাউন্ডার সাকিব আল হাসান তো চমৎকার ধারাবাহিকতা দেখিয়েছেন গোটা টুর্নামেন্টে। সব বিভাগে তাঁর উজ্জ্বল অবদানের সাহায্যে প্রথম সারির দলগুলোর সঙ্গে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের সহজ জয় ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২১ রান তাড়া করে আট ওভার বাকি থাকতেই জিতে যাওয়া, আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে টক্কর দেওয়ার গল্প বহু বছর পরেও লোকের মনে থাকবে।
সম্ভাব্য একাদশ বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান।
সম্ভাব্য পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটকীপার), ফখর জমান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহম্মদ হফিজ, ইমাদ ওয়সীম, হাসান আলী, মোহম্মদ আমির, শহীন আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও হরিস সোহেল।