ডিএমপি নিউজঃ শোকাবহ আগস্ট মাসের ও ঈদুল আযহার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকার মূল কারণ ডিএমপি’র টিমওয়ার্ক।
ডিএমপি’র আগস্ট ২০১৭ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এমনটি জানালেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। পাশাপাশি পুলিশের কাজে সন্তুষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।
কমিশনার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- আপনাদের আন্তরিকতা ও পেশাদারিত্ব ছিল বিধায় মার্কেট, বাস/ ট্রেন/ লঞ্চ টার্মিনাল ও গরুর হাট কেন্দ্রিক কোন অঘটন ঘটেনি এবং নিরাপত্তার মান অনেক ভালো ছিলো। পাশাপাশি ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস এবং পুরো শোকের মাস ব্যাপী ঢাকা মহানগরীতে যে সকল রাজনৈতিক ও সামাজিক কর্মসূচী হয়েছে তাতে আপনারা প্রত্যেক ভিডিশন কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত চমৎকার ডিউটি করেছেন।
এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আইজিপি মহোদয়সহ সকলে প্রশংসা করেছেন। নগরবাসীর প্রতিক্রিয়া ইতিবাচক। সবাই একবাক্যে স্বীকার করে যে ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস ও জঙ্গি দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভূমিকা প্রশংসনীয়। এর কৃতিত্ব আপনাদের সকলের। ‘টিম ডিএমপি’র সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, পরিশ্রম ও সমন্বয়ের মধ্য দিয়ে সবকিছু সম্ভব হয়েছে।
আমরা সবাই জনদায়বদ্ধতা মাথায় নিয়ে পেশাগত দায়িত্বের সাথে দেশের প্রচলিত আইন ও সংবিধান আনুযায়ী আমাদের কর্তব্য পালন করবো।
এ সময় তিনি ডিএমপি’র আগস্ট ২০১৭ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যারা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন তাদেরকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।