ডিএমপি নিউজ: রাজধানীর শ্যামপুর এলাকায় ছিনতায়ের প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল ঢালী, মোঃ সাব্বির, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ সোহাগ। এসময় তাদের হেফাজত থেকে ২টি সুইজ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যা ৬:৪৫ টায় শ্যামপুর থানার করিমুল্লার বাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় লোক শ্যামপুর থানার করিমুল্লার বাগ এলাকার সামিউল্লাহ এন্টারপ্রাইজ এর সামনে অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২টি সুইজ গিয়ার চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ছিনতাইকারী দলের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করেছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
শ্যামপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।