ডিএমপি নিউজ: ঢাকা মহানগরীতে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযান। চলমান এই অভিযানের অংশ হিসেবে গতকাল রাজধানীর শ্যামপুরে মাদক বিরোধী অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় শ্যামপুরের আইজিগেইট বস্তি, কটন মিল ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪১০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্যামপুর এলাকায় ( ১১ জুন, ২০১৮) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।