ডিএমপি নিউজ : রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ইব্রাহীম ও নূর মোহাম্মদ ওরফে মানিক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম ডিএমপি নিউজকে জানান, আজ রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো। ঘটনার দিন তারা গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী হয়ে গেন্ডারিয়া যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা রুজু হয়েছে।