শ্রীলংকায় বুধবার আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী পৌঁছেছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত ২০২ জন প্রাণ হারিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রবি করুণায়েক বলেন, ১৬টি দেশ ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগের পর ছয় লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানও সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় চিকিৎসক দল পাঠিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলংকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক টন মাটির নিচে চাপা পড়া বেশ কয়েকটি লাশ উদ্ধারের পর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়াল।
এই ঘটনায় নিখোঁজদের তালিকায় এখনো আরো ৯৬ জন রয়েছে।
সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে বলছিলেন, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে অতিরিক্ত মেডিকেল দল পাঠানো হয়েছে।
২০০৩ সালের মে মাসে এ ধরনের প্রবল বর্ষণে দেশটিতে ২৫০ জনের প্রাণহানি ও ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।