শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকেট পেল পাকিস্তান। বুধবার প্রথম সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ১৬২ রানে সপ্তম উইকেট হারানোর পর অধিনায়ক সরফরাজ ও মোহাম্মদ অসাধারণ দৃঢ়তায় পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান ৫.১ ওভার হাতে থাকতেই। এরা অষ্টম উইকেটে ৭৫ রান করে অবিচ্ছিন্ন থাকেন। লাসিথ মালিঙ্গার বলে চার মেরে দলের জয় নিশ্চিত করে সরফরাজ। তিনি শেষ পর্যন্ত ৭৯ বলে ৬১ রান করেন। তার ইনিংসে চারের মার ছিল মাত্র পাঁচটি। আর বোলার আমির তাকে সঙ্গ দেন দারুণভাবে। ৪৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র একটি চার মারেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে নুযান প্রদপি ৩ উইকেট নেন ৬০ রানে। পাকিস্তান এর আগে ভারতের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকাকে হারায়। শ্রীলঙ্কা একমাত্র জয় পায় ভারতের বিপক্ষে।
জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা
৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৫/৭। সরফরাজ আহমেদ ছাড়া স্বীকৃত কোন ব্যাটসম্যান নেই। তিনি ৩২ রানে অপরাজিত আছেন তার সঙ্গে আছেন মোহাম্মদ আমির। আরো ৬২ রান চাই পাকিস্তানের ১৫ ওভারে।
আগের ম্যাচে পাকিস্তানের ক্যাপ মাথায় ওয়ানডে অভিষেক হয় ফখর জামানের। আর ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে সোমবার ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এ পাক ওপেনার। এতে ফখর হাঁকান ৮টি চার ও একটি ছক্কা। কাঁটায় কাঁটায় ৫০ রানে উইকেট খোয়ান ২৭ বছর বয়সী ফখর জামান। জামানের বিদায়ের পরই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। এদের হারিয়ে ১৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে ৯৯ রান। এখনও জয়ের জন্য ৩৩ ওভারে পাকিস্তানেরর প্রয়োজন ১৩৮।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে বাঁচা-মরার ম্যাচে ২৩৬ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার নিরোশান ডিকওয়েলা। পাকিস্তানের বল হাতে ১০ উইকেট ভাগাভাগি করেন পেসাররা। জুনাইদ খান ও হাসান আলী নেন তিনটি করে উইকেট। সমান দুই উইকেট নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।
অভিষেকে বল হাতে শ্রীলঙ্কার শীর্ষ ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালকে সাজঘরে ফেরান ফাহিম আশরাফ। পাকিস্তানি পেসারের ডেলিভারিতে বোল্ড হয়ে যান চান্ডিমাল। তার আগে শ্রীলঙ্কার ইনফর্ম ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান পাকিস্তানের অপর পেসার হাসান আলী। এতে ১৫.১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৮৩/৩-এ। তবে এর পর দৃঢ়তা দেখায় অ্যাঞ্জেলো ম্যাথিউস-নিরোশান ডিকওয়েলা জুটি। ৩১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ পৌঁছে ১৬১/৩-এ। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে এ দুজন স্কোর বোর্ডে জমা করেন ৭৮ রান। ভারতের বিপক্ষে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছিলেন দানুশকা গুনাতিলাকা। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অল্পতেই উইকেট দিলেন এ লঙ্কান ওপেনার। ব্যক্তিগত ১৩ রানে গুনাতিলাকাকে সাজঘরে ফেরান পাকিস্তানের পেস তারকা জুনাইদ খান। এতে ৫.১ ওভার শেসে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৬/১-এ।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দুই ম্যাচই রূপ নেয় কোয়ার্টার ফাইনালে। আজ শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। স্বদেশের বিমান ধরবে বিজীত দল। আগের দিন ‘বি’ অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ভারত। ১৫ই জুন দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। ওয়েলসের রাজধানী কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তান একাদশে সুযোগ নিয়েছেন নবীন মুখ ফাহিম আশরাফ। আজ ওয়ানডে অভিষেক হচ্ছে এ স্পিন বোলিং অলরাউন্ডারের। বাংলাদেশেল বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৪২ রানের টার্গেটে ৩০ বলে ৬৫ রানের হার না মানা ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দেন ফাহিম আশরাফ।