ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি লোকেশ রাহুল। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে ফিরছেন লোকেশ রাহুল। হ্যাঁ, কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরলেন ভারতীয় এই ওপেনার।
রাহুলকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে গেছেন অভিনব মুকুন্দ। আর গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করেছিলেন তিনি। তবে অভিজ্ঞতার বিচার ও দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুলকে একাদশে নেয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৮ রান। শিখর ধাওয়ান ২৭ আর লোকেশ রাহুল ১১ রানে ব্যাট করছেন।
ভারতের একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও মোহাম্মদ সামি।