চেস্টার-লি-স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে জিতেছে দু প্লেসির দল। ২০৪ রানের লক্ষ্য ৭৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে আমলার অপরাজিত ৮০ ডু প্লেসিসের অপরাজিত ৯৬ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। দারুণ এক ডেলিভারিতে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। সেই ধাক্কা সামাল দিয়ে দলকে দ্রুত এগিয়ে নেন কুসল পেরেরা ও আভিশকা ফার্নান্দো। তবে আগের ম্যাচের মতো এবারও সম্ভাবনাময় ইনিংস বড় করতে পারেননি ফার্নান্দো। তাকে থামিয়ে ৬৭ রানের জুটি ভাঙেন ডোয়াইন প্রিটোরিয়াস।
লুঙ্গি এনগিডির জায়গায় দলে ফেরা এই পেসার পরের ওভারে বোল্ড করে দেন ছন্দে থাকা কুসল পেরেরাকে। থিতু হওয়া কুসল মেন্ডিসকেও বিদায় করেন প্রিটোরিয়াস। ২৫ রানে ৩ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
মিডল অর্ডার টানতে পারেনি লঙ্কানদের। অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, জিবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা বিদায় নেন দুই অঙ্কে গিয়ে। দ্বিতীয় উইকেট জুটির পর আর কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি পায়নি শ্রীলঙ্কা।
প্রথম নয় ব্যাটসম্যানের আট জন পৌঁছান দুই অঙ্কে। তাদের কেউ ৩০ ছাড়াতে পারেননি। সর্বোচ্চ ৩০ রান আসে কুসল পেরেরা ও ফার্নান্দোর ব্যাট থেকে।
লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে ৩ বল বাকি থাকতে লঙ্কানদের গুটিয়ে দেন ক্রিস মরিস। ৪৬ রানে ৩ উইকেট নেন এই অলরাউন্ডার। পেসার কাগিসো রাবাদা ২ উইকেট নেন ৩৬ রানে।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস