শ্রীলঙ্কার গীর্জা ও বিলাসবহুল হোটেলে প্রাণঘাতী জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা পুলিশের প্রধান ও দেশটির প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বুধবার প্রেসিডেন্ট দফতরের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইস্টার সানডের ওই হামলার পর বুধবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পুজিথ জয়সুন্দরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
ইস্টার সানডের সকালে দেশটির রাজধানী কলম্বোতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ৩৫৯ জনের প্রাণহানি ও আরো ৫০০ জন আহত হয়। এই হামলার তিনদিন পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে দায় স্বীকার করে।
হামলার ১০দিন আগে দেশটির গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠায়। কিন্তু সেই চিঠি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নজরেই আনেননি দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।