শ্রীলঙ্কায় ফের হামলা হতে পারে এমন আভাস পাওয়ার পর নিরাপত্তা সর্বোচ্চাকারে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও দেশটির সাধারণ নাগরিকদের কাছে তরবারি বা বড় কোনো ছুরি জাতীয় কিছু থাকলে তা থানায় জমা দিতে বলেছে শ্রীলঙ্কার পুলিশ। নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে এ নির্দেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশটির পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রতিদিনের বৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত চাকু বা ছুরি এই নির্দেশের আওতায় আসবে না। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা শনিবার এক ঘোষণায় তরবারি ও ছুরির পাশাপাশি কারো কাছে পুলিশ বা সেনাবাহিনীর পোশাক থেকে থাকলে তাও নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
শনিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে এবং আজ রবিবার দিনের শেষ পর্যন্ত এর বাস্তবায়ন চলবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল গির্জা ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলা চালায় জঙ্গিরা। হামলায় ২৫০ এর বেশি লোক নিহত হয়। আহত হয় পাঁচ শতাধিক। হামলার তিন দিন পর দায় স্বীকার করে আইএস।