ডিএমপি নিউজঃ রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রুবেল ইসলাম ওরফে সাইদুল ইসলাম রুবেল(৩৪) ও মোঃ নুরছাফা(৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারি পুলিশ কমিশনার আহসানুজ্জামান, পিপিএম ডিএমপি নিউজকে জানান, ২৮ জুন, ২০২০ দুপুর ১.০৫ টায় খিলগাঁও থানার রামপুরা-বনশ্রী মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।