দেশের ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসন পুনর্গঠন করা হয়েছে। আজকেই এ তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারও আপত্তি থাকলে ১ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।
বুধবার নির্বাচন ভবনে কমিশনের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ, চূড়ান্ত করার পর গেজেট; ইসি সচিব।
পরে সাংবাদিকদের আরো বলেন, দশম সংসদ নির্বাচনের পর গঠিত নতুন উপজেলা ও বিলুপ্ত ছিটমহলকে যুক্ত করে এ ৩৮ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তুত করে সীমানা পুনর্নির্ধারণ কমিটি। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে বলেও জানান, কমিশন সচিব।
এই খসড়া অনুযায়ী, ২০১৪ সালে দশম সংসদে আসন যেভাবে ছিল, সেভাবে থাকবে। নতুন উপজেলা ও ছিটমহলগুলো সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হবে। এক্ষেত্রে ২০১৪ সালের পর নবগঠিত উপজেলাগুলো যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ ছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আসনে ছিটমহলের কারণে পরিবর্তন আসবে।