রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সময় কাটাতে হঠাৎ করেই জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে উপস্থিত হলেন। বৃহস্পতিবার দশম সংসদের ১৬ তম অধিবেশনের ৩য় কার্যদিবসে সাংবাদিক লাউঞ্জে এসে তিনি সর্বোচ্চ প্রোটকলের গন্ডি ভেঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন।
এর আগে সংসদ ভবনের ছয় তলায় অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির বক্সে বসে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে সংসদ ভবনে নিজের চেম্বারে ফেরার সময় ঢোকেন সাংবাদিক লাউঞ্জে। প্রটোকলের মধ্যেই চেয়ারে বসে প্রায় ১০ মিনিট উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।
এ সময় লাউঞ্জে সাংবাদিকদের কাজ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কিনা সে বিষয়েও খোঁজ নেন রাষ্ট্রপতি। স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যেই সাংবাদিক লাউঞ্জে যেতেন আবদুল হামিদ। আর রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।