মুন্নাভাই খ্যাত বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের ৬০তম জন্মদিনের উপহার হিসেবে সঞ্জয়ের আগামী ছবি ‘কে জি এফ: চ্যাপ্টার-২’ এর ফার্স্ট লুক মুক্তি দিলেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। এই ছবিতে আধিরার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়। ফার্স্ট লুকে দারুণ লাগছে তাকে।
ইনস্টাগ্রামে নিজের পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে ফারহান লিখেছেন, ‘ছোটবেলায় ওর প্রথম ছবি ‘রকি’র শুটিং ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে দেখতাম মনে আছে। এত বছর পর ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই স্পেশাল লাগছে। শুভ জন্মদিন… ’ ।
নব্বই দশকে তার ক্রেজ ছিলো আকাশ ছোঁয়া। তার সিনেমাগুলো ছিলো দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ‘সজন’, ‘রকি’, ‘মুন্না ভাই’ দিয়ে তিনি পৌঁছে গেছেন সব শ্রেণির দর্শকের কাছে।