মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান চালকহীন ছোট ছোট আকাশযান বা ড্রোন পরিচালনা করছে। কোনো ড্রোন পণ্য সরবরাহ করছে, কোনোটা ছবি তুলছে, কোনোটা আবার নেহাত শখের বশে উড়ানো হচ্ছে। কিন্তু এসব ড্রোন থেকে নিরাপত্তা ঝুঁকিও কম নয়। তাই এই ঝুঁকি কমাতে আইনে সংশোধনী আনল যুক্তরাষ্ট্র।
আকাশে উড়ে চলা ছোট-বড় এ ড্রোনগুলোর কারণে নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল মার্কিন বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনার। তাই এবার মার্কিন সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে সামরিক স্থাপনার আশপাশের যে কোনো সন্দেহজনক ড্রোন গুলি করে নামিয়ে দেওয়ার।
গত ৪ আগস্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা জারি করা হয়। এতে সেনাবাহিনীকে অনুমোদন দেয়া হয়েছে ড্রোন ট্র্যাকিং, অকার্যকর কিংবা ধ্বংস করে দেওয়ার। পরিস্থিতি বুঝে তারা এ পদক্ষেপ নেবেন এমন পরামর্শও দেওয়া হয়েছে।
২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বাসভবনে একটি ড্রোন উড়ে গিয়ে পড়ে। সে সময় থেকেই ড্রোন বিষয়ে বাড়তি উদ্বেগ শুরু হয়।
বাণিজ্যিক ব্যবহারের জন্য যেসব ড্রোন পাওয়া যায়, সেগুলোকে অস্ত্রসজ্জিত করা সম্ভব। ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদেরও বেসামরিক ড্রোনকে সামরিক কাজে ব্যবহার করতে দেখা যায়। আর এ ঝুঁকি বর্তমানে ক্রমেই বাড়ছে।