দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে ৩২৭টি কোম্পানির ৩৩ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ৭৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৭২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫৭৩৩ দশমিক ২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২০৯৯ দশমিক ৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ৩ দশমিক ১৬ বেড়ে ১৩০০ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ১৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, আইডিএলসি, বেক্সিমকো ফার্মা, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক, বেক্সিমকো লি:, অ্যাকমী ল্যাব, বিএসআরএম স্টিল ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পনি হলো: বিএসআরএম লি:, এশিয়ান টাইগার, আইডিএলসি, বিএসআরএম স্টিল, গ্রামীণ ফোন, রংপুর ফাউন্ড্রি, প্রাইম ব্যাংক, রহিম টেক্স, এমজেএল বিডি ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
অন্যদিকে দাম কমেছে এমন শীর্ষ ১০টি কোম্পানি হলো: ফারইস্ট ফাইন্যান্স, মেঘনা পিইটি, ইমাম বাটন, সোনারগাঁও ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, কে অ্যান্ড কিউ, ম্যাকসন স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, সাফকো স্পিনিং ও রূপালি ব্যাংক।