বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ছয় হাজার ৯৩২ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে এক হাজার ৪৬৮ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে দুই হাজার ৫৭৯ দশমিক ১২ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৯৮টির এবং কমেছে ২৪৮টির। বাকি ৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪৬১ কোটি আট লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২২২ কোটি ৩৮ লাখ টাকা।
ডিএসইতে এদিন ৩১ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৫৭১টি শেয়ার দুই লাখ ৩৪ হাজার ১২৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্থান দেখা গেলেও এর পরবর্তী সময় থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ৮০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮০ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৬০ কোটি ১৯ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৫৫ কোটি ৪৩ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৪৯ কোটি ২৯ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ৪০ কোটি ৬৩ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের ৩৪ কোটি ২৪ লাখ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭ কোটি চার লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ২৬ কোটি ৮৬ লাখ এবং দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের আট দশমিক ৭৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের সাত দশমিক ৫৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের সাত দশমিক ৪৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ছয় দশমিক ৩৫ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ছয় দশমিক ৩৪ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিলএসির পাঁচ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।খবর:শেয়ারবিজ