সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবেলা করতে হবে
মঙ্গলবার থেকে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ সংস্থার (এপিটি) উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
তারানা হালিম আরও বলেন, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে সাইবার বুলিং হচ্ছে। আপত্তিকর বিষয়ের জন্য আত্মহত্যা ঘটনা ঘটছে। এজন্য ব্যবহারকারী দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তাদের পলিসি সংশোধন করতে হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।