ডিএমপি নিউজঃ রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মোঃ মেহেদী হাসান।
২৬ ফেব্রুয়ারি ২০২২(শনিবার) রাত ০৮:৩০ টায় পূর্ব বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার সম্পর্কে ডিএমপির সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মুঃ মোরাদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সবুজবাগ থানার পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ডের কমিশনার গলির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মেহেদীকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
সবুজবাগ থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।