ডিএমপি নিউজ: ডিএমপির সবুজবাগ থানায় রুজু হওয়া এক দস্যুতার মামলায় চাকু ও মোবাইল উদ্ধারসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শিমুল শিকদার, মোঃ আবুল হাসান চৌধুরী তুষার ও মোঃ সাকিব।
ডিএমপির সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান ডিএমপি নিউজকে জানান, রবিবার (২০ আগস্ট) আহাম্মদবাগের এক শিক্ষার্থী তার তিনবন্ধুসহ বাসাবো বালুরমাঠ এলাকায় ঘুরতে যায়। সেখানে বালুরমাঠ সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে তিনজন দুস্কৃতিকারী তাদের আটকিয়ে চাকুর ভয় দেখিয়ে ১টি ইনফিনিক্স হট ৩০ মোবাইল, ১টি আইফোন ও ১টি অপো এ-১৭ মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়।
ওসি বলেন, মামলা রুজুর পরপরই তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আহম্মেদ ও হোন্ডা মোবাইলে থাকা এসআই মোঃ বাবু মিয়াসহ সঙ্গীয় ফোর্স আহাম্মদবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত ০১:৪৫টায় ছিনতাইয়ের সাথে জড়িত শিমুল শিকদার, আবুল হাসান চৌধুরী তুষার ও মোঃ সাকিব নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ছিনতাই করা ইনফিনিক্স হট ৩০ মোবাইলটি শিমুল শিকদারের হেফাজত থেকে, অপো এ-১৭ মোবাইল সেটটি মোঃ আবুল হাসান চৌধুরী তুষারের নিকট থেকে ও মোঃ সাকিবের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১টি লোহার তৈরি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সবুজবাগ থানায় রুজুকৃত দস্যুতার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যোগ করেন ওসি আতিকুর রহমান ।